শুধুমাত্র জামা-জুতা রাখার জন্য ফ্ল্যাট কিনলেন তিনি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

বলিউডের কমেডিয়ান অভিনেতা ক্রুষ্ণা অভিষেক। বলিউড ড্যান্সস্টার গোবিন্দ তার মামা। ছোটবেলায় তিনি মামার পোশাক পরতেন। পোশাক এবং ফ্যাশন সামগ্রীর প্রতি তার ব্যাপক আগ্রহ।


এক সাক্ষাৎকারে গোবিন্দর ভাগ্নে ক্রুষ্ণা নিজেই জানিয়েছেন তিনি নতুন একটি ফ্ল্যাট কিনেছেন, তবে সেটা থাকার জন্য নয়। অভিনেতার জামাকাপড় ও জুতার বিপুল সংগ্রহের স্টোরেজ স্পেস ব্যবহারের জন্য।


জানা গেছে, প্রতি ছয় মাস পরপর তিনি নিজের জামাকাপড় পরিবর্তন করেন।

সম্প্রতি অর্চনা পুরান সিং-এর ইউটিউব চ্যানেলে এসে বিষয়টি নিয়ে কথা বলেন ক্রুষ্ণা। সেখানে তিনি জানান, জামা-জুতার প্রতি তার ভালোবাসা ও কীভাবে তিনি সেগুলো সংগ্রহ করেন।
 
 

ক্রুষ্ণা বলেন, ‘আমি যখন কলেজে পড়তাম তখন মামা (গোবিন্দ) সব বড় ব্র্যান্ডের পোশাক পরতেন। সেসময় ব্র্যান্ড সম্পর্কে আমাদের কোনও ধারণা ছিল না। তবে মামা তখন প্রাডা, গুচি পরতেন। যে নামগুলো আমি সম্প্রতি উচ্চারণ করতে শিখেছি। পরে মামা ডিএনজি-র পোশাক পরতেন। বছরের পর বছর ধরে আমি তার সেই ব্র্যান্ডের শার্ট ও জ্যাকেট পরতাম।’