শূন্য ভোট পেলেন বুড়িচংয়ের যে প্রার্থী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের বুড়িচং (১০ নম্বর ওয়ার্ড) উপজেলার ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে কোন ভোট পাননি রবিউল আলম নামের এক প্রার্থীর। আর পরাজিত অপর দুই প্রতিদ্বন্দ্বী ডাক্তার এম এ কাদের খান তালা প্রতীকে পেয়েছেন ৩ ভোট ও মো মোহন মিয়া অটোরিকশা প্রতীকে ৩ ভোট পেয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা বানিন রায়।

জানা গেছে, বুড়িচং উপজেলার ওয়ার্ডে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সাধারণ প্রার্থী ৬ জন ও সংরক্ষিত আসনের ২ জন প্রার্থী। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ১২০জন। এর মধ্যে শতভাগ ভোট কাস্ট হলেও একটি ভোট বাতিল হয়েছে। ১২০ ভোটের ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন টিউবওয়েল প্রতীকের মশিউর খান।

নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা বানিন রায় বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। শান্তিপূর্ণ ভোট শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।