সদর দক্ষিণে কাভার্ডভ্যান ভর্তি ২ কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার : আটক ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

স্টাফ রিপোর্টার ।। সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী থেকে কাভার্ডভ্যান ভর্তি ২ কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ী ও থ্রি পিছ উদ্ধার করছেন জেলার সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা।
বুধবার (২৭ এপ্রিল)সকাল ৭ টায় গোপন সংবাদ পেয়ে সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ মোবাইল কোর্ট পরিচালনা করে জাবেদ কাউছার কার্গো সার্ভিস নামে একটি কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় কাপড় আটক করেন।
বৃহস্পতিবার (২৮এপ্রিল)বিকালে সংবাদিকদের নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ বলেন, আমরা গোপন সংবাদ পেয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অপেক্ষা করি । পরে সদর দক্ষিণ মডেল থানা ওসিসহ আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে ট্রাকটি কে আটক করি। এসময় চলক সহ দুই জনকে আটক করা হয়েছে। সমস্ত শাড়ি থ্রি পিচ জব্দ করা হয়েছে। আটককৃত আসামীরা হলেন,মো.শাহজাহান মিয়া, ও জাকির হোসেন।
এ বিষয় কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমি মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড, চোরাচালানি, ভারতীয় অবৈধ পণ্যের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করছি।