সরকারি কর্মকর্তাদের উচ্চশিক্ষায় ৩২ কোটি টাকা অনুদান দেবে জাপান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

সরকারি কর্মকর্তাদের উচ্চশিক্ষায় ৩২ কোটি টাকা অনুদান দেবে জাপান। দ্য প্রজেক্ট ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপের আওতায় এ অনুদান দেওয়া হবে।

বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে এ চুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান ও জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এ চুক্তিতে সই করেন।

প্রকল্পটির মূল উদ্দেশ্য বিসিএস ক্যাডার কর্মকর্তা, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তাদের জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স, পিএইচডি কোর্সে অধ্যয়নের জন্য বৃত্তি দেওয়া হবে। এ প্রকল্পটির মাধ্যমে ৩৮৩ জন কর্মকর্তা মাস্টার্স ও দুজন পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। বর্তমানে ৮৯ জন কর্মকর্তা মাস্টার্স ও ১২ জন কর্মকর্তা পিএইচডি কোর্সে অধ্যয়নরত।