বিপিএলে এবারে অন্তত লো-স্কোরিং ম্যাচ দেখা যায়নি খুব একটা। কিন্তু রান উৎসবের বাইরেও ক্রিকেট ভীষণভাবে উপভোগ্য হতে পারে সেটাই যেন বুঝিয়েছে রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহীর ম্যাচ। ২ রানে ম্যাচটা জিতেছে রাজশাহী।
যদিও এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি তাসকিন আহমেদের সেই নতুন ইতিহাসটা।
শিকার করেছেন দুই উইকেট। দুর্বার রাজশাহীও নিজেদের টিকিয়ে রেখেছে ফাইনালের দৌড়। ২৪ উইকেটের দেখা পাওয়া তাসকিন চাইলে চোখ রাখতে পারেন বিশ্বরেকর্ডের দিকে। স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৩ উইকেট পাওয়ার নজির আছে।
যদিও ম্যাচের মূল স্পটলাইট কেড়ে নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। টেবিল টপার রংপুরকে একাই উড়িয়ে দিয়েছেন। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। নায়ক হতে পারতেন মোহাম্মদ সাইফউদ্দিনও। ৩১ বলে ৫২ রান করে রংপুরকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন তিনিই। কিন্তু নাটুকে এক দিনের শেষে দুর্বার রাজশাহী সত্যিই জানান দিলো, তারাও দুর্বার হতে জানে।