সাদকপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

মোস্তাফিজুর রহমান ।। গতকাল বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নে সাদকপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের। তিনি বলেন মাদ্রাসা হচ্ছে দ্বীনি প্রতিষ্ঠান এসকল প্রতিষ্ঠান থেকে প্রতিবছর মা – বাবার শ্রেষ্ঠ সন্তান হাফেজে কুরআন বের হচ্ছে। তাই এ প্রতিষ্ঠান গুলো টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। মাদ্রাসা গুলো ঠিক ভাবে পরিচর্যা করলে সমাজ থেকে অন্যায়,পাপাচার, ও বিভিন্ন অপরাধ,অভিশাপ দূর হবে । এসময় প্রধান অতিথিকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাওলানা মুমিনুল ইসলাম ভূইয়া জসিম, সাধারণ সম্পাদক মো.আমিনুল ইসলাম পলাশ ভূইয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন অত্র মাদ্রাসার ছাত্র মো.মিনহাজুল ইসলাম। নূরানি ও এতিমখানার ছাত্র-ছাত্রীর মাধ্যমে বিভিন্ন শিক্ষা কার্যক্রম প্রদর্শন করেন। বিশেষ করে জানাযার নামাজ,সুন্দর হাতের লেখা, আরবি হাদিস অর্থ সহ অনুবাদ এবং মাসআলা।স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক ক্বারী মাওলানা রশিদ আহমেদ উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক, হাফেজ মাওলানা শহীদুল ইসলাম
মাওলানা আবু তাহের, মাওলানা রাশেদুল ইসলাম আশ্রাফী। প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মাওলানা মুমিনুল ইসলাম ভূইয়া জসিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদকপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম মাওলানা শহীদুল্লাহ আনসারী, সহ-অধ্যক্ষ মাওলানা জায়েদ আলী মজুমদার
, বীর মুক্তিযোদ্ধা গাজী মো. সরু মিয়া মেম্বার, সাবেক মেম্বার ডা. নওশের আহমেদ ভূইঁয়া, সাদকপুর বালিকা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেয়ামত উল্লাহ, এডভোকেট মো.জামাল হোসেন, সাদকপুর ২নং ওয়ার্ডের মেম্বার ডা.নজরুল ইসলাম। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হাবিবুর রহমান জীবন, সুবেদার (অব.)আবদুল খালেক, আবদুস সাত্তার ভূইঁয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, পুলিশ (অব.) মো.হারুনুর রশিদ, হাজী জয়নাল আবেদীন মেম্বার, হাজী ছিদ্দিকুর রহমান মেম্বার, আলহাজ্ব খোরশেদ আলম ভূইয়া, মো. আলী আশরাফ ভুইঁয়া, মো. জহির রায়হান, মো. তমিজ উদ্দিন (অব.) আর্মি, জামশেদ আলম জজু, হাজী আবুল কাশেম, মো. সাব্বির হোসেন, ডা.দুলাল হোসেন, আবু কাউছার, ডা. গোলাম জিলানী সুমন প্রমুখ।