সীতাকুন্ডে হতাহতদের সেবায় কুবির রোভার টিম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লা বিশ^বিদ্যালয় সংবাদদাতা
চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের সেবা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিটের একটি দল। সোমবার সকাল ৭ টার দিকে চট্টগ্রামে পৌঁছেছেন তাঁরা।
চার সদস্যের এ দলে রয়েছেন সিনিয়র রোভারমেট আব্দুর রহমান, গার্ল ইন সিনিয়র রোভারমেট সুবাহ্ ইয়াসমিন বন্যা, রোভার সদস্য মো. হাছান ও মো. এমরান।
সিনিয়র রোভারমেট আব্দুর রহমান বলেন, ‘রোভার স্কাউটের মূলমন্ত্রই হচ্ছে সেবা। দেশের এই প্রয়োজনে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে পেরে নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে।’
রোভার স্কাউটের মূলমন্ত্রই ‘সেবা’ ধারণ করে বিভিন্ন সময় সেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ত করছে রোভার স্কাউটের সদস্যরা।