বাদী রুহুল আমিনের বাড়ি সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুর চর গ্রামে। তার পিতার নাম- আবুল কাশেম।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন।
মামলায় উল্লেখ করা হয়, গত ২০ জুলাই সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মামলার বাদী রুহুল আমিনকে কাঁচপুর এলাকায় গুলি করে মারাত্মকভাবে আহত করা হয়। বর্তমানে তিনি পঙ্গুত্ব বরণ করে জীবন যাপন করছেন।
এর আগে উপজেলার কাঁচপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে ৪ জন নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে সোনারগাঁ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৪টি হত্যা মামলা দায়ের করা হয়।