অন্য দিনের মতোই স্কুলে যাচ্ছিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাকিলা আক্তার (১০)। পথিমধ্যে অটোরিকশার চাপায় নিহত হয় সে। আজ বুধবার সকাল ১০টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, শাকিলা আক্তার উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে হরিপুর গ্রামের বাসিন্দা শরীফ মিয়ার মেয়ে। বিদ্যালয়ের পথে দ্রুতগতিতে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা তাঁকে চাপা দেয়। এতে শাকিলা আহত হয়।
আহত শাকিলাকে স্থানীয় লোকজন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে অবস্থার অবনতি হলে শাকিলাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার আগে দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাবিলা উদ্দিন বলেন, শাকিলার মাথা-মুখমণ্ডলসহ পুরো শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।