হাটের টাকা ভাগাভাগি নিয়ে ছাত্রলীগকর্মীকে গুলি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

নোয়াখালী প্রতিনিধি :  গরুর হাটের টাকার ভাগাভাগি নিয়ে মো. রিফাতুল ইসলাম (২২) নামে এক ছাত্রলীগকর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে।

রোববার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মদিনা ভবনের নিচে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগকর্মী মো. রিফাতুল ইসলাম সোনাইমুড়ীর মো. সিরাজুল ইসলামের ছেলে। কিছুদিন আগে তিনি সৌদি আরব থেকে দেশে আসেন।

তাকে প্রথমে বজরা হাসপাতাল ও পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার বাম পায়ে লেগেছে গুলি।

স্থানীয় সূত্র জানায়, সোনাইমুড়ি হাইস্কুল মাঠে কোরবানির গরুর হাটের টাকার ভাগাভাগি নিয়ে উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের নেতৃত্বে সাইফুল, জয়নাল, মিজানুর রহমান শশী, সবুজ, রিধনসহ ৮-১০ জন মদিনা ভবনের নিচে আসেন। এসময় রাসেলের এলোপাতাড়ি গুলিতে ছাত্রলীগ কর্মী রিফাতুল ইসলাম পায়ে গুলিবিদ্ধ হন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত একজনকে হাসপাতালে পাঠিয়েছি। তদন্ত চলছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।