৪র্থ শিল্প বিপ্লবে শিক্ষা বিষয়ক কর্মশালা

কুবি প্রতিনিধি ॥
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বাংলাদেশের উচ্চ শিক্ষায় সৃষ্ট সমস্যা ও প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
সেমিনারে বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহেইমিন-উস-সাকিব। এসময় তিনি, বাংলাদেশ এবং বৈশ্বিক শিক্ষা ক্ষেত্রে শিল্প বিপ্লবের ধাপ পরম্পরায় কী কী পরিবর্তন সাধিত হয়েছে তা নিয়ে আলোচনা করেন। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার বিষয়েও বক্তব্য রাখেন।
এসময় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ ও অতিরিক্ত পরিচালক ড. মো. গোলাম মূর্তজা তালুকদারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।