কসবায় ৩২ কেজি গাঁজাসহ ২ ভাই আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।।
প্রকাশ: ২ years ago

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৩২ কেজি গাঁজাসহ মো. সাত্তার ও মো. সেলিম নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সম্পর্কে আপন ভাই।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ওসি মো. মহিউদ্দিন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের সাহাপুর (রাজাপুর) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা ওই এলাকার আইয়ুব আলীর ছেলে।

ওসি মো. মহিউদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা পৌর শহরের সাহাপুর (রাজাপুর) আইয়ুব আলির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় প্রাইভেটকারসহ ওই ২ ভাইকে আটক করা হয়। পরে তাদের প্রাইভেটকার তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।