নানা দাবিতে ভিক্টোরিয়ার অধ্যক্ষকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। রবিবার (১১ আগস্ট) আলটিমেটাম দেয় শতাধিক সদস্য। লিখিতভাবে আবেদনে ছাত্ররা জানায়, নজরুল হলের সন্ত্রসীরা ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র তামিম হোসেনকে নির্যাতন করে। তার বিচার দাবী করছি। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ। রাজনীতির সাথে যুক্ত থাকলে ছাত্রত্ব বাতিল। কলেজের সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও নিরাপত্তা প্রদান। মেধার ভিত্তিতে হলে সিট বরাদ্দ। দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দেওয়ার দাবী জানান।

এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, যদি সরকার পদত্যাগ না করতো, তামিমের রক্ত বৃথা যেতো। সরকারি দল ক্ষমতায় ছিলো, তাই অভিযুক্তদের শাস্তির আওতায় আনা যায়নি। আমরা সোমবার তদন্ত কমিটি করবো। গত ২৯ দিনে আহত ছাত্র তামিককে কেনো কলেজ প্রশাসন দেখতে যায়নি বা সাহায্য করেনি? এ প্রশ্নে অধ্যক্ষ বলেন, আমরা সরকারের কর্মচারী। সরকার বললে, বঙ্গবন্ধুর ছবি উপরে উঠবে? ঠিক এমন।

ক্যাম্পাস রাজনীতি বন্ধের বিষয়ে তিনি বলেন, সোমবার একাডেমিক কাউন্সিলের মিটিং হবে। সেখাবে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আর ছাত্রসংসদের বিষয়ে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হতে হবে।