গাজী মামুন, লালমাই।।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান বলেছেন, বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার এদেশের সাড়ে সাত কোটি শ্রমিক। পোশাক শিল্পে নারী এবং পুরুষ শ্রমিকদের অবদানে বৈদেশিক মুদ্রা অর্জন হলেও তারা ন্যায্য মজুরি পায় না। শ্রমিকদের সামাজিক মর্যাদা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরি করা দরকার। সাড়ে সাত কোটি শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নে আলাদা কমিশন গঠন করা জরুরি। অতীতে অসৎ শ্রমিক নেতাদের কারণে শ্রমিকরা নির্ধারিত সুযোগ সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে মানব রচিত কোনো আইন দিয়ে শ্রমিক সমস্যার সমাধান হবে না। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনের পর যারা ক্ষমতায় বসেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সকল প্রশাসনিক ডিপার্টমেন্ট থাকা সত্ত্বেও সীমান্ত দিয়ে অপরাধীরা কিভাবে পালানোর সুযোগ পাচ্ছে সেই প্রশ্নের জবাব কিন্তু আপনাদের জনগণের নিকট দিতে হবে।
শুক্রবার (১১ অক্টোবর) কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মু. শাহজাহান।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমাম হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারী ইকবাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাও. ইয়াছিন আরাফাত, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মু. খাইরুল ইসলাম, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও. আবদুন নূর, ভূলইন উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাও. ইসমাইল হোসাইন, বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল করিম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির নাইম উদ্দিন সিদ্দিকী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সেক্রেটারী মাও. বিল্লাল হোসাইন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি নিজাম উদ্দিন|