একটা রাষ্ট্রের উন্নতির জন্য শ্রমিকের কোন বিকল্প নেই – হাজী ইয়াছিন

হৃদয় হাসান।।
প্রকাশ: ৫ মাস আগে

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, আগে একটা দল কৃষক শ্রমিক ছাত্র জনতা এই চারটি শব্দ মিলিয়ে উচ্চারণ করতো। কিন্তু গত কয়েক বছর ধরে তারা আর এই শব্দ উচ্চারণ করে না। একটা রাষ্ট্রের উন্নতির জন্য শ্রমিকের কোন বিকল্প নেই। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় একটি অংশের যোগান দেয় আমাদের শ্রমিকেরা। শ্রমিকের গুরুত্ব অনেক কিন্তু বিভিন্ন কারণে এই শ্রমিকদেরকে সংগঠিত করা হয় নাই।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে কুমিল্লা নগরীর বাদুরতলা ধর্মসাগর পাড়স্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগরীর উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

এ সময় হাজী ইয়াছিন আরো বলেন, শ্রমিক সংগঠন ছোট হতে হতে এটা একসময় ট্রান্সপোর্ট পর্যন্ত গিয়ে পৌঁছালো। তারপর শুধু বাসস্ট্যান্ডে গিয়ে শ্রমিক আন্দোলন, শ্রমিক সংগঠন থেমে গেল। অথচ এই দেশের আমাদের মূল অর্থনীতির যোগানদাতা কৃষি শ্রমিকদের তাদের কোন সংগঠন এখন পর্যন্ত আমরা দেখিনি। পিছিয়ে দেওয়া শ্রমিকদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

এসময়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশেনের ভারপ্রাপ্ত সভাপতি আঃ রহিম বক্স দুদু।

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর গফুর, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর বিএনপি’র সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপু।

এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সদস্য সচিব জালাল উদ্দিন ও কুমিল্লা মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় ও কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের আহ্বায়ক হাজী মোঃ তাজুল ইসলামের সভাপতিতে সমাবেশের স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা মহানগরের সভাপতি মোঃ নুরুল ইসলাম।

এই সময় সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।