আজ সোমবার (৪ নভেম্বর) সকাল ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি উপজেলার জিংলাতলী গোডাউন নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঢাকাগামী একটি মালবোঝাই কাবার ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার বুঝাইকৃত ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাক টি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের হেল্পার মোঃ সাকিব (১৯) ঘটনাস্থলে মারা যান।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দুর্ঘটনা কবলিত কাবার ভ্যানের ড্রাইভারকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে যায়।
নিহত হলেন- ভাটিরটেক ধর্মপুর নোয়াখালী সদর এলাকার মো. বেলাল মিয়ার ছেলে মো. সাকিব হোসেন। দুর্ঘটনায় বরিশাল ভোলার ভোলা সদরের কাভার ভ্যানের ড্রাইভার মোঃ আওলাদ নামের একজন গুরুত্ব আহত হয়েছেন।
এবিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার এস আই মো. সেলিম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাবার ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে।
আহত ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়, এবং নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।