মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে বাউশিয়া এলাকা থেকে ১৯ বছর বয়সী মোহাম্মদ জিসানের লাশ উদ্ধারের খবর জানান ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হুমায়ুন কবির।
জিসান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঝাউচর গ্রামের মো. আকবর আলীর ছেলে। তিনি গজারিয়া উপজেলার আনোয়ার সিমেন্ট সিট কারখানার শ্রমিক ছিলেন।
ওসি বলেন, “জিসান গজারিয়ার হোসেন্দী ইউনিয়নের ভবানীপু গ্রামে তার নানার বাড়ি থেকে কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার কাজ শেষে সে আর বাড়ি ফেরেনি।
“পরে মহাসড়ক থেকে ১০-১২ ফিট দূরে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে থানায় খবর খবর দেয়। এরপর স্বজনরা গিয়ে জিসানের লাশ শনাক্ত করেন।”
সড়ক দুর্ঘটনায় জিসানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
তিনি বলেন, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।