‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়ব আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লায় মানববন্ধন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়।
কুমিল্লা জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র যৌথ উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।
জাতীয় সংগীত এর পর বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মো: আমিরুল কায়সার। পরে জেলা প্রশাসন মিলনায়তনে দুদক কুমিল্লার সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো: ইসমাইল হোসেন এর সভাপতিত্বে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লার জেলা প্রশাসক মো: আমিরুল কায়সার বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী আন্দোলনের প্রকৃত চেতনার আলোকে দুর্নীতি, বৈষম্য ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন একটি নতুন যুগের সূচনা। একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত ও অন্তর্ভুক্তিমূলক গনতান্ত্রিক “নতুন বাংলাদেশ” বিনির্মাণ-ই সকলের মূল অভীষ্ট ও প্রাধান্য। প্রত্যেকে স্ব স্ব অবস্থান থেকে দুর্নীতির বিরোধী প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, দুর্নীতি প্রতিরোধ শুধুমাত্র দিবস উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। দেশের বিভিন্ন স্থানে কাজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, দুর্নীতি আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে, আমাদের এত রক্ত দিয়ে কেনা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আইনের বেড়াজাল দিয়ে সাদা রঙের দুর্নীতিবাজদের ধরা যায় না, প্রয়োজন জনসচেতনতা। মূখ্য আলোচক হিসেবে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ¦
শাহ্ মো: আলমগীর খান বলেন, সংখ্যাগরিষ্ট মানুষ দুর্নীতি নামক ভয়াল থাবায় আক্রান্ত, দুর্নীতিকে নিয়ন্ত্রন করতে হলে উপরের স্থর থেকে করতে হবে। তিনি তরুণ প্রজন্মকে রাষ্ট্র সংস্কারে দুর্নীতির বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়ানোর আহবান জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা: রেজা মো: সারোয়ার আকবর, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক জেড. এম. মিজানুর রহমান খান, জেলা শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, আইনজীবি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। – প্রেস বিজ্ঞপ্তি