নিহতরা হলেন- ঢাকার ডেমরার আশুলিয়া এলাকার সায়মা আক্তার (৩৫), তার ছেলে আয়ান (৬), বোন শামীমা ইয়াসমিন (৩৮) ও তাদের খালাতো ভাই নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোগড়াপাড়া গ্রামের বাসিন্দা সোহেল ভূঁইয়া (৩৮)। তারা ডেমরা থেকে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, রোববার সকালে ডেমরা থেকে সিলেটের মাজার জিয়ারতে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পলাশ দাস গণমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও বাকি দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা যান।