আল্লাহ ও নবী সা. কে নিয়ে কটুক্তির প্রতিবাদে  ছাত্রশিবির কুমিল্লা মহানগরের বিক্ষোভ মিছিল

হৃদয় হাসান।।
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

শনিবার বিকেলে কুমিল্লা নগরীতে আল্লাহ ও নবী সা. কে নিয়ে কটুক্তিকারী সাজ্জাদুর রহমানকে (রাখাল রাহা) গ্রেপ্তার এবং র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের দ্রুত বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর।

ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কান্দিরপাড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ বলেন, আল্লাহ ও তার রাসুল সা. এবং ইসলামকে নিয়ে সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা যে কটুক্তি করেছে তা অত্যন্ত নিন্দনীয়। ওলী আউলিয়ার এদেশে বিভিন্ন সময়ে ইসলামের জন্য রক্ত ঝরিয়েছে।

সুতরাং আল্লাহ ও তার রাসুল সা. এবং ইসলামকে নিয়ে কটুক্তি করে এদেশে কেউ ছাড় পাবে না। অতিদ্রুত রাখাল রাহাকে গ্রেফতার করার জন্য অন্তর্বতী সরকারকে আহবান জানাচ্ছি। সেই সাথে সরকারকে ধর্ষণকারী র‍্যাব কর্মকর্তা আলেপকে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।