কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোটা. আবিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোটা. সাকিব মোহাম্মদ আলামিন। ক্লাব ট্রেইনার হিসেবে নিযুক্ত থাকবেন ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি মো. মারুফ হোসেন সরকার।
শুক্রবার রাত ১০ টায় রোটার্যাক্ট ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
১২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি তানভীর আহমেদ, মো. ইব্রাহিম তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু কাউসার, তালহা জোবায়ের, কোষাধ্যক্ষ শেখ শাকিল আহমেদ, ক্লাব সার্ভিস ডিরেক্টর সাবিকুন নাহার, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর মো. সোহাইবুল আহমেদ, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর নাজিফা আনবার সাভা, ফিনানশিয়াল সার্ভিস ডিরেক্টর সাথী আক্তার, পাবলিক রিলেশন ও কমিউনিকেশন ডিরেক্টর আঞ্জুমান আক্তার।
নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্বপালন করবেন। ২০১৩ সাল থেকে রোটার্যাক্ট ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম করে আসছে।