কুসিক উপ-নির্বাচনে যাচাই বছাই : ৪ মেয়র প্রার্থীর সকলের মনোনয়ন পত্রই বৈধ ঘোষণা

৯ মার্চ ইভিএমএ ভোট গ্রহন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

জহিরুল হক বাবু।।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ৪ মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি সকালে তিনি যাচাই বাছাই করে এ ঘোষণা দেন।

বৈধ প্রার্থীরা হলো কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা, দু’বারের সাবেক মেয়র বহিস্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক সেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দীন কায়সার ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাই শুরু হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশন উপ-নির্বাচনের রিটার্নিং কমকর্তা মোঃ ফরহাদ হোসেন যাচাই বাছাই শেষে ৪ মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।

এর আগে ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।

আগামী ২৩ ফেব্রুয়ারি প্রাতীক বরাদ্ধ ও ৯ মার্চ এই সিটিতে মেয়র পদে ইভিএমএ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে