স্টাফ রিপোর্টার ।। কুমিল্লায় দেশীয় পাইপগানসহ এক যুবককে গ্রেফতার করে। তার নাম হাসিব ওরফে বোমা হাসিব। বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটায় আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রীজ সংলগ্ন এলাকায় হাসিবকে গ্রেফতার করা হয়। তার বাড়ি কুমিল্লা নগরীর শুভপুর এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, গ্রেফতার হাসিবের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় খুন, বিস্ফোরক অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ৬ টি মামলা রয়েছে। আজ তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
কোর্ট পরিদর্শক মোঃ মজিবুর রহমান বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক আসামী হাসিবকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।