দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা -৬ আসনের বাংলাদেশ সুপ্রিম পাটির আর্দশ সদর উপজেলার নির্বাচনী কমিটি গঠন করা হয়।
সোমবার (১১ ডিসেম্বর ) বিকালে দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় এসব কমিটি গঠন করা হয়।
এসয়ম উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহ আলম,বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মো হাবিবুর রহমান পায়েল,বাংলাদেশ সুপ্রিম পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আব্দুল কাইয়ুম,কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ইকবাল করিব,জেলা সুপ্রিম পার্টির কোষাধক্ষ্য শাহাদাত হোসেন।
এদিকে কমিটিতে ডা.জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক,মোহাম্মদ ইসরাফিলকে সদস্য সচিব করে ২১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এই সময় বাংলাদেশ সুপ্রিম পার্টির কুমিল্লা জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।