বাংলাদেশ সাংবাদিক সমিতি, দেবিদ্বার উপজেলা শাখার কার্য.নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে দৈনিক যুগান্তর দেবিদ্বার প্রতিনিধি মোঃ আক্তার হোসেনকে সভাপতি, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন দুলালকে সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত খবরের আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা জেলা কমিটির সভাপতি ইয়াসমীন রিমা ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান।
কমিটির অন্যান্য সদস্যরা হলো- সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক মানবকন্ঠের মোঃ মামুনুর রশিদ, সহ সভাপতি পদে দৈনিক রূপসী বাংলার এসএম মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশবাংলার মেহেদী হাসান রিয়াদ, সহ সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভির মোঃ নেছার উদ্দিন, অর্থ সম্পাদক পদে মাই টিভির মোঃ সোহাগ রানা সোহেল, আইটি বিষয়ক সম্পাদক পদে দৈনিক আমাদের বাংলা’র মোঃ মনির আহামেদ, আইন বিষয়ক সম্পাদক পদে দৈনিক ভোরের কথা’র তাছকিয়া রহমান প্রতিভা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক আমার বার্তা’র মোঃ ইসহাক খান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক বাংলার আলোড়ন’র মোঃ আব্দুল আলিম, দপ্তর সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের আল আমিন কিবরিয়া, নির্বাহী সদস্য পদে দৈনিক উন্নয়ন বার্তা’র মোঃ আবু বকর সিদ্দিক ও দৈনিক বাংলাদেশের আলো’র মোঃ আক্তার হোসেন রবিন।