৩দিন নিখোঁজের পর কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবা থেকে ১৩ বছর বয়সী এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে, অটো রিক্সাটি নেয়ার জন্যই এর চালককে হত্যা করা হয়েছে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ পাশে হাযয়দার পুলের সংলগ্ন ডোবা থেকে শিমুল নামে ১৩ বছর বয়সের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার।
হত শিমুল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের সুমন ড্রাইভারের ছেলে। গত ২২ জুন রাতে অটো রিক্সাসহ নিখোঁজ হয় শিমুল।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, লোকমুখে খবর পেয়ে ডোবা থেকে আমরা নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ বিষয়ে এখনো কেউ মামলা করেনি বলে জানিয়েছেন থানা পুলিশের এই শীর্ষ কর্মকর্র্তা।