কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে সোনাইছড়ি খালের সরকারি মাটি উত্তলন এবং অপসারণের সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ২ জন অপরাধীকে আটক করা হয় এবং তাদের ১৫ দিনের জেল প্রদান করা করে মেজিস্ট্রেট।
রবিবার (১৬ মার্চ) উপজেলার বারপাড়া ইউনিয়নের পিপুলিয়ায় এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেফাই আবিদ।
জানা যায়, দীর্ঘদিন ধরে দূর্বৃত্তরা অবৈধভাবে সোনাইছড়ি খালের সরকারি মাটি উত্তোলন এবং অপসারণ করে যাচ্ছিল। খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানম ও সহকারী কমিশনার (ভূমি) রেফাই আবিদ দিনে-রাতে অভিযান করলেও তারা পালিয়ে যেত। তারই ধারাবাহিকতায় রবিবার ওই এলাকাবাসী তাদের ভেকু ও লোকদের আটক করে প্রশাসনকে খবর দেয়।
পরবর্তীকালে সহকারী কমিশনার (ভূমি) রেফাই আবিদ’র নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ২ জন অপরাধীকে আটক করে ১৫ দিনের জেল ও একটি ভেক্যু জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) রেফাই আবিদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মাটি কাটার ভেক্যু জব্দ করি। সোনাইছড়ি খালের মাটি কাটার সঙ্গে জড়িত ২ জনকে ১৫ দিনের জেল প্রদান করা হয়।
কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ূয়া জানান, জেলার বিভিন্ন জায়গা ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা মাধ্যমে মাটি খেকোদের বিরুদ্ধে আমাদের প্রশাসন কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সোনাইছড়ি খাল রক্ষার্থে সদর দক্ষিনের সহকারী কমিশন রা অভিযান পরিচালনা করেছে। মাটি কাটা বন্ধে পুরো জেলা জুড়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।