অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায়দের মাঝে অর্থ বিতরণ

নাঙ্গলকোট প্রতিনিধি ।।
প্রকাশ: ২ years ago

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ২০২৩-২০২৪ অর্থবছরে স্বেচ্ছাধীন তহবিল থেকে নাঙ্গলকোটে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুবের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও বৃহত্তর রায়কোট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান মজিব। দৌলখাড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে ৫২ জন অসহায়ের মাঝে ১০ হাজার ও ৫ হাজার টাকা করে সর্বমোট ৩ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।