আখাউড়ার বাজারে অসময়ের তরমুজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।।
প্রকাশ: ১ বছর আগে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসময়ে বাজারে মিলছে দেশি তরমুজ। প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ৩০০-৫০০ টাকায়। অসময়ে তরমুজ বিক্রি করে লাভের আশা করছেন বিক্রেতারা। আর ক্রেতারা বলেছেন, দাম একটু বেশি হলেও অসময়ে তরমুজ পাওয়া যাচ্ছে এটাই বড় কথা।

রোববার সকালে পৌর শহরের সড়ক এলাকা ঘুরে জানা গেছে, ছোট আকারের একটি তরমুজ বিক্রি হচ্ছে ৩০০, মাঝারি ৪০০ ও বড় আকারের ৫০০ টাকায়। ভোলা থেকে সড়ক পথে আনা হয়েছে এসব তরমুজ।

ক্রেতা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বাজারে উঠেছে নতুন তরমুজ। তাই ৪০০ টাকায় একটি কিনেছি।

রফিকুল ইসলাম বলেন, নতুন ফল উঠলে সবার মন চায় খেতে। তাই একটি তরমুজ কিনেছি।

ফল বিক্রেতা বিল্লাল হোসেন বলেন, শনিবার রাতে ভোলা থেকে এসব তরমুজ নিয়ে এসেছি। আজ সকাল থেকে ভালোই বিক্রি হচ্ছে। এ পর্যন্ত ১৭টি তরমুজ বিক্রি করেছি। এই তরমুজের নাম দেওয়া হয়েছে কালো একটেল।

তিনি আরো বলেন, আমি মৌসুমি ফলের ব‍্যবসা করে আসছি। অসময়ে তরমুজ ভোলায় হয়েছে শুনে সেখান থেকে এনেছি। কারণ স্থানীয় তরমুজ বাজারে উঠতে আরো অনেক দেরি আছে। তাই নিয়ে আসা। তবে দাম একটু বেশি হলেও ভালো সাড়া পাচ্ছি।