ছুরিকাঘাতে হত্যা, মোবাইলে ছেলের চিৎকার শুনেছিলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।।
প্রকাশ: ৫ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় আরাফাত হাসান (১৬) নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের জুরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাকারীরা অটোরিকশা নিয়ে যায়। নিহত আরাফাত সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের মো. এন্তাজ মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, উপজেলার গণি শাহর মাজার থেকে রাত সাড়ে ১০টার দিকে আরাফাত অটোরিকশায় দুজন যাত্রী নেয়। অনেক রাত হলেও বাড়ি না ফেরায় তার বাবা মোবাইলে কল দিলে আরাফাত জানায়, দুজন যাত্রী গণি শাহর মাজার থেকে রতনপুরের খাগাতুয়া গ্রামের দিকে যাবে। কিন্তু কলে থাকা অবস্থায় আরাফাতের বাবা চিৎকার শুনতে পান। এরপর আর তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, আরাফাতের মরদেহ খাগাতুয়া গ্রামের জুরা ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।