আগামী তিন মাসের মধ্যে তৃণমূলের সব পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করবে বিএনপি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

আগামী তিন মাসের মধ্যে তৃণমূলের সব পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করবে বিএনপি। দলের নীতিনির্ধারণী সূত্র জানিয়েছে, দুই ধরনের প্রস্তুতি সামনে রেখে সাংগঠনিক পর্যায়ে বড় ধরনের পুনর্গঠনে হাত দিয়েছে দলটি।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, আগামী বছর নির্বাচন হতে পারে বলে তাদের ধারণা। সে জন্য সংগঠন শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করছেন দলের উচ্চ পর্যায়ের নেতারা।

সম্প্রতি দলটি ৯ জন জ্যেষ্ঠ নেতাকে চিঠি দিয়ে সংশ্লিষ্ট বিভাগে আগামী দুই-তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এতে বলা হয়েছে, সারা দেশে ইউনিয়ন, পৌর, উপজেলা-থানা থেকে শুরু করে মহানগর ও জেলা কমিটি সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

বরিশাল বিভাগের দায়িত্ব পাওয়ার কথা জানিয়ে ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু কালের কণ্ঠকে বলেন, কেন্দ্রের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সম্মেলন করতে পারবেন বলে তিনি আশা করেন।

গত রবিবার দায়িত্বপ্রাপ্তদের কাছে দেওয়া নির্দেশনাসংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

দলের নেতারা বলেন, তৃণমূলের সম্মেলন সঠিক সময়ে করা সম্ভব হলে দলের ‘জাতীয় কাউন্সিলের’ মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠনও করা হতে পারে। দলের উচ্চ পর্যায়ে এমন আলোচনাও আছে।

রুহুল কবীর রিজভী কালের কণ্ঠকে বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন, এবারের সম্মেলনের মাধ্যমে তারা পুরস্কৃত হবেন বলে তিনি আশা করেন। তিনি বলেন, কেন্দ্রের নির্দেশনা বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তরা প্রাথমিক কাজ শুরু করেছেন।