ইভিএম নিয়ে বিড়ম্বনায় ভোটাদের দীর্ঘ লাইন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লার পাঁচ উপজেলা ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল। তবে অনেক কেন্দ্রে ইভিএমে ভোট দেওয়ার ক্ষেত্রে বিড়ম্বনায় পড়ছেন ভোটাররা। ভোটারদের আঙুলের ছাপ না মেলায় অনেক ভোটারকে ভোট দিতে না পেরে ফিরে যেতে দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) সকালে ১০টায় কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার উত্তর রায়কোট ইউনিয়নের মাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি ঘুরে দেখা যায়,কেন্দ্রের ভোটার আমেনা বেগম, রহিমা আক্তার আ. লতিফ ও জানান, আঙুলের ছাপ না মেলায় এনআইডি থাকার পরও ভোট দিতে পারেননি তারা। এ কেন্দ্রে ২,৯৭০ভোটের মধ্য ২ ঘন্টায় ভোট পড়েছে মাত্র ৮৮ টি।
এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃজাকির হোসেব বলেন, ‘যাদের ফিঙ্গার মিলছে না, তাদের একাধিকবার চেষ্টা করা হচ্ছে। এর পরও যাদের হচ্ছে না, তাদের এনআইডি নিয়ে বিকেল ৩ টায় আসতে বলা হয়েছে। কোনো নির্দেশনা পেলে হয়তো বিকল্প উপায়ে বাদ পড়াদের ভোট নেওয়া হতে পারে।’
এদিকে জেলার অন্য ৫ উপজেলার১৭ ইউপিতেও ইভিএম বিড়ম্বনার সংবাদ পাওয়া গেছে।