ঈদে দেখতে গেলেন খাল, পিটিয়ে ১০ জনকে হাসপাতালে পাঠালেন মাঝি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

লক্ষ্মীপুর প্রতিনিধি  : লক্ষ্মীপুরে ঈদের দিন ঘুরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ১০ জন। নৌকার ভাড়া নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

রোববার বিকেলে সদর উপজেলা টুমচর ইউনিয়নের কালিরচর খেয়াঘাটের দক্ষিণ পাড়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- তানজিদ রাহাত, আব্দুল্লাহ আল নিলয়, সম্রাট, আরিফ হোসেন, রিপন, মো. আলী, মো. রাজন, রিপনসহ ১০ জন। তাদের সবার বাড়ি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে।

আহতরা জানান, ঈদের আনন্দ উপভোগ করতে একসঙ্গে ঘুরতে বের হন তারা। গ্রামের পাশে বয়ে যাওয়া রহমখালী খাল দেখতে যান। সেখানে নৌকার ভাড়া নিয়ে মাঝি খোরশেদের সঙ্গে তানজিদের কথা কাটাকাটি হয়। এ সময় মাঝির পক্ষ নিয়ে নৌকায় থাকা সাহেদ নামে একজন তাদের মারধর করতে আসেন। পরে মোবাইলে খবর পেয়ে সাহেদের লোকজন এসে হামলা চালান।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. খুরশিদ আলম বলেন, অভিযুক্ত সাহেদ কালিরচর গ্রামের চিহ্নিত বখাটে। কারণে-অকারণে তিনি সবসময় বেপরোয়া থাকেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই আল-আমিন বলেন, হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে থানায় কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।