ওয়ার্ল্ড ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন ভিসিডিএস

ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের হ্যাটট্রিক জয়
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)। একই মঞ্চে ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, তিতুমির কলেজকে হারিয়েছিলো ভিসিডিএস পরিবার।

গতকাল শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসি ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর যৌথ আয়োজনে “আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতা-২০২২” অনুষ্ঠিত হয়। ঢাকা তেজগাঁও বিএফডিসি ভবনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান,এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) – এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, সভাপতি ও স্পীকার হিসেবে দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রতিযোগিতার প্রস্তাবনা “প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থ আমাদের বৈদেশিক আয়ের মূল চালিকা শক্তি”। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করে ওয়াল্ড ইউনিভার্সিটি। চ্যাম্পিয়ন হয়েছে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)। ভিসিডিএসের বিতার্কিকরা হলেন আলিমুল হক আজাদ, প্রমী দেবনাথ, সোহাগ হোসেন, ফাতেমা আক্তার, ফাতেমা আক্তার লিথি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাফিউল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও মোহাম্মদ ছানা উল্লাহ। উক্ত অনুষ্ঠানে দর্শক হিসেবে আরো উপস্থিত ছিলেন ভিসিডিএস এর সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।