কাভার্ড ভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত – আহত ১

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

স্টাফ রিপোর্টার ।। দায়িত্ব পালনকালে কাভার্ড ভ্যান চাপায় মোতাহের বিল্লাহ লিপন নামে এক হাইওয়ে পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আসাদুল ইসলাম নামে আরেক কনস্টেবল আহত হয়। মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী মডেল থানার ঢাকামূখী লেনের রামপুরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপাল হাইওয়ে থানার ওসি মোঃ আবদুস সামাদ।
নিহত মোতাহের হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমারডগা গ্রামের বাসিন্দা। ২০১৬ সালে তিনি পুলিশে যোগ দেন।
নিহতের চাচা আবুল কালাম জানান, রাতে লালপুর এলাকায় দায়িত্ব পালন করছিলেন। রাত ৩ টার দিকে একটি কাভার্ডভ্যান ( ঢাকামেট্রো-ট-২০-০৭২৯) তাদের বহনকরা পুলিশ ভ্যানে পেছন থেকে আঘাত করে উল্টে যায়। এ সময় লিপন ওই কাভার্ডভ্যানের নীচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। আমরা ভোরে তার মৃত্যুর খবর পাই। এখন অপেক্ষা করছি মরদেহ বাড়ী নিয়ে যাওয়ার জন্য৷
ওসি মোঃ আবদুস সামাদ জানান, টহলগাড়ীটি কুমিল্লামূখী ছিলো। কাভার্ড ভ্যানটি পেছন থেকে পুলিশ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়ী থেকে ছিটকে পড়ে লিপন। পরে কাভার্ড ভ্যানটি উল্টে গিয়ে লিমনের উপরে পড়ে। এতে ঘটনাস্থলে লিপন নিহত হয়। পরে চালক পালিয়ে যায়। এ সময় ভ্যানে থাকা এক কিশোরকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি।