নরসিংদীর পলাশ উপজেলায় অটোরিকশা উল্টে চাপা পড়ে এক নারী যাত্রীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলাল ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পলাশ থানার এসআই কামরুল ইসলাম জানান।
নিহত ৭৫ বছর বয়সী ময়ুরী বেগম ঘোড়াশাল রেলস্টেশনের বস্তি এলাকার গোলাম মোস্তফা মিয়ার স্ত্রী। তিনি এলাকায় ভিক্ষা করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই কামরুল ইসলাম বলেন, “ঘোড়াশাল চত্বর থেকে পাঁচজন নারী যাত্রী নিয়ে একটি অটোরিকশা পাঁচদোনার দিকে যাচ্ছিল। পথে রাস্তা পার হতে যাওয়া একটি কুকুরকে বাঁচাতে অটোরিকশার চালক হঠাৎ ব্রেক করে থামানোর চেষ্টা করে।
“এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চাপা পড়ে ময়ূরী বেগম নামে এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।”
এ সময় অটোরিকশার চালকও গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় বলে জানান কামরুল ইসলাম।
তবে তাৎক্ষণিকভাবে আটোরিকশা চালকের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি তিনি।
ময়ুরী বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।