কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার।।
প্রকাশ: ২ মাস আগে

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় গ্রুপের ব্যক্তিদের হাতে চাপাতি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ মহড়া দিতে দেখা গেছে।

 

আজ শুক্রবার বিকেলে শহরের দক্ষিণ চর্থা ও রানীর দিঘির পাড় এলাকায় কিশোর গ্যাংয়ের ধর্মপুর গ্রুপ (টোকায়) ও মহিলা কলেজ এলাকার গ্রুপের (টোকায়) মাঝে এ সংঘর্ষ হয়।

জানা যায়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের খেলার মাঠে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

 

এ সময় উভয় গ্রুপের ব্যক্তিদের হাতে চাপাতি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ মহড়া দিতে দেখা গেছে। পাশাপাশি রানীর দিঘির পাড়ে একাধিক আতশবাজি (পটকা) ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোতোয়ালি পুলিশ ও সেনাবাহিনীর আদর্শ সদর ক্যাম্পের একটি পেট্রোল টিম দুষ্কৃতকারীদের ছাত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।