আজ বৃহস্পতিবার হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহত ও শহীদ পরিবারের সদস্যদের কে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক আবু রায়হান।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক আবু রায়হান বলেন বিগত ৫৩ বছর বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারেনি। ২৪শের স্বাধীনতাকে কার্যকরী করার জন্য নারী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে । কারণ এই বিজয়ে নারীদের ভূমিকা ছিল অগ্রগামী। আন্দোলন চলাকালীন সময়ে বোনেরা আমাদেরকে অনুপ্রেরণা ও সাহস দিয়েছিল ।
আগামীর বাংলাদেশ বিনির্মাণে নারীদেরকে রাজনৈতিক সচেতন হতে হবে। নারী-পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেই শহীদ আহত ভাইদের রক্তকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে।
অনুষ্ঠানে হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দুলাল চন্দ্র ভৌমিকসহ সকল সহকারী শিক্ষক-শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।