কুমিল্লায় বিএসটিআইয়ের অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

জাহিদ হাসান নাইম।।
প্রকাশ: ৩ মাস আগে

কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন মিষ্টি উৎপাদন ও বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই। অভিযানে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) জেলা প্রশাসন, কুমিল্লা ও বিএসটিআই জেলা অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে ‘মেসার্স এস এস ফুড’ নামের কারখানাটিতে বিএসটিআই অনুমোদন ছাড়া মিষ্টি (কালোজাম, চমচম, রসমালাই) উৎপাদন ও বিক্রির অপরাধ ধরা পড়ে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ৮০ হাজার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী তমাল সাহা (৩২) আদালতের সামনে অপরাধ স্বীকার করেন। তিনি কারখানার সংস্কার করে বিএসটিআই অনুমোদন নেয়ার প্রতিশ্রুতি দেন। আদালতও দ্রুত কারখানার পরিবেশ উন্নয়ন এবং অনুমোদন গ্রহণের নির্দেশ দেন।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নূর আশেক। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লার ফিল্ড অফিসার ইকবাল আহাম্মদ। এছাড়া সহযোগিতা করেন ফিল্ড অফিসার মো. আমিনুল ইসলাম শাকিল।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মানহীন ও ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।