সাইদুলের দুই ভাইও এ মামলার এজাহারনামীয় আসামি। মামলা দায়েরের কয়েক দিন পর সাইদুলের বাবা মোক্তল হোসেন ও আরেক আসামি ইটাল্লা গ্রামের তানজিল উদ্দিনের বাবা ফজলুর রহমান কুমিল্লা নগরে সংবাদ সম্মেলন করে দাবি করেন, জমি–সংক্রান্ত বিরোধের জেরে তাঁদের সন্তানদের ফাঁসানো হয়েছে।
এ বিষয়ে তৌহিদুলের বড় ভাই আবুল কালাম আজাদ বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশের তেমন কোনো তৎপরতা দেখছি না। আমরা সব আসামির দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে তাঁরাই আমার ভাইয়ের হত্যার নেপথ্যে ছিল। আমরা খুনিদের বিচার চাই।’
ঘটনার পরপরই পুলিশ জানায়, ৩১ জানুয়ারি বেলা ১১টার দিকে তৌহিদুলকে নেওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানার পুলিশকে জানানো হয়। পুলিশের কাছে হস্তান্তরের সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।