মারুফ-হানিফের নেতৃত্বে কুবির রক্তদাতা সংগঠন বন্ধু

কুবি প্রতিনিধি ॥
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রক্তদাতা সংগঠন বন্ধু’র ৩৮ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৬-’১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহিল মারুফ ও সাধারণ সম্পাদক হয়েছেন ফার্মেসি বিভাগের একই শিক্ষাবর্ষের আবু হানিফ।
সোমবার বন্ধু’র নতুন কার্যালয় উদ্বোধন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, মডারেটর সাইদুল আল আমিন, উপদেষ্টা অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম ও অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নতুন কমিটির অন্যান্যরা হলেন; সহ-সভাপতি আবু বকর সিদ্দিক (ফরহাদ), ফাহিম আহমেদ, আশরাফুল হক ও মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ আল স্বাধীন, রবিউল হোসেন ও দীপ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রামিম মিয়া, সামিন বখশ সাদি, ওসমান গণি সৈকতসহ আরও অনেকে।
এছাড়া মানসুরা তালুকদার ও তাওহিদা আক্তারকে আহ্বায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট স্বাস্থ্য বিষয়ক কমিটি গঠন করা হয়েছে।
বন্ধুর এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।