কুমিল্লায় বিশ^ যক্ষ্মা দিবস পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

‘হ্যাঁ ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি ! ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার কুমিল্লাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ^ যক্ষ্মা দিবস। রোববার(২৪ মার্চ) সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে। পরে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালিটি উদ্বোধন করেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার।
পরে কুমিল্লা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফখরুল আবেদীন জনির সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাটাব কুমিল্লার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান, ব্রাকের বিভাগীয় ম্যানাজার মো. মানজিয়ারুল ইসলাম,এস.এম.সির ডেপুটি ফিল্ড ম্যানেজার মো. মতিয়ার রহমান, আইসিডিডিআর,বি’র ডা. মো. আশরাফ আলী,তোফায়েল আহমেসদ মজুমদার, বাডাসের ফিল্ড অফিসার কামাল উদ্দিন,ফিল্ড সহকারি মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা যক্ষ্মা রোগ প্রতিরোধের আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিণত করার জন্য সবাইকে আহবান জানান।