কুমিল্লা কেন্দ্রীয় কারাগার : কলার ভিতর অভিনব কায়দায় গাঁজা নিয়ে ঢুকতে গিয়ে হাজতী ধরা

হৃদয় হাসান।।
প্রকাশ: ১ মাস আগে

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক হালি কলার ভিতর অভিনব কায়দায় গাঁজা ঢুকিয়ে ভিতরে প্রবেশের সময় ধরা খেল নবাগত হাজতী। কারাগারের সিনিয়র জেলা সুপার হালিমা খাতুন এ কথা নিশ্চিত করে বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা আদালত থেকে  কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার  একবালিয়া পূর্বপাড়ার মৃত আয়াত আলীর পুত্র মো. বিল্লাল হোসেন নবাগত হাজতী হিসেবে কুমিল্লা কারাগারে আসে (করারক্ষী নং-২৩০৫৬)।কারারক্ষী মো. সানি তাকে কলা রেখে ভিতরে প্রবেশ করতে বললে সে বার বার কলা নিয়েই ভিতরে প্রবেশ করতে অনুরোধ করেন। এসে কারারক্ষীর সন্দেহ হলে কলার ফানা তল্লাশী করে দেখেন কলার ফানার ভিতর অভিনব কায়দায় এক পোঁটলা গাঁজা রয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত তাকে কারাগারের আমদানি ওয়ার্ডে আটক করে রেখেছে। পরে কারা বিধি অনুযায়ী তার বিচারকার্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।