কুমিল্লা নগরীতে রাম-দা হাতে ভাইরাল যুবক পুলিশের জালে আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

কুমিল্লা নগরীতে সম্প্রতি এক যুবকের হাতে দেশীয় অস্ত্র রাম দা তোলা ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ছবি কুমিল্লা জেলা পুলিশের নজরে আসলে বুধবার (৭ জুন) দিবাগত রাতেই কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ মোখলেছুর রহমান তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী।

আটককৃত যুবক লাকসাম পৌরসভার দামৈছা এলাকার রামনগরের নুরুল ইসলাম সোহাগের ছেলে জুবায়ের ইসলাম প্রভাত (১৯)। সে নগরীর জাঙ্গালিয়ার রামনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে পরিবারের সাথে বসবাস করছে।

জানা যায়, নগরীর ইপিজেড মডার্ন হাউজিং এলাকায় একটি সামাজিক বিচার শালিসি বৈঠকের সময় আটককৃত যুবক জুবায়ের একটি পক্ষের হয়ে রামদা হাতে নিয়ে ওই বিচার শালিসের আসেপাশে ঘুরাঘুরি করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাৎক্ষণিক কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নানের নির্দেশক্রমে তাকে গভীর রাতে পুলিশ গ্রেফতার করে। আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ ব্যাপক প্রশংসা ও সুনাম কুড়িয়েছেন।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বার বলেন, দেশীয় অস্ত্র রামদা হাতে এক যুবকের ছবি আমাদের নজরে আসে। তাকে খুঁজে বের করতে আমাদের একাধিক টিম কাজ করে। পরে আটক করতে সক্ষম ও হই। তার বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলা করা হয়েছে। কুমিল্লায় এ সকল অন্যায় কর্মকাণ্ড যারা করবে তারা বড় শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।