গরুর পঁচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীসহ তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পঁচা মাংস বিক্রি, ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৭ মে) দুপুরে আখাউড়া উপজেলা সদরের সড়ক বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এ অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, এক ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে সড়ক বাজারে হানিফ মিয়ার মাংসের দোকানে অভিযান চালিয়ে পঁচা মাংস বিক্রি করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মহেশপুর ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ হাজার টাকা এবং হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।