ঘরে অভাব অনটন রেখে সাংবাদিকতা পেশায় আশার দরকার নেই

বুড়িচং সাংবাদিক সমিতির ইফতারে শাহাজাদা এমরান
মোস্তাফিজুর রহমান ।।
প্রকাশ: ১ বছর আগে

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান বলেছেন, ঘরে অভাব অনটন রেখে সাংবাদিকতা পেশায় আশার দরকার নেই। অন্য পেশায় যান। দয়া করে সাংবাদিকতার মত পূত:পবিত্র পেশাটাকে কলঙ্কিত করবেন না। ঘরে বেশি অভাব থাকলে সৃজনশীল সাংবাদিকতা করা যাবে না, আদর্শ নিয়ে চলা যাবে না। তিনি গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
সাংবাদিক নেতা শাহাজাদা এমরান আরো বলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি গঠন হয়েছে যোগ্য মুলধারার সাংবাদিকদের দিয়ে। এটা কারোর ব্যক্তির প্রতিষ্ঠান নয়। সাংবাদিকরা তাদের যোগ্যতা দিয়ে এই সংগঠনের সদস্য হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। এখানে অপ-সাংবাদিকদের কোন জায়গা নেই।
তিনি আরো বলেন বুড়িচং সাংবাদিক সমিতির কমিটিতে যারা আসছেন তার
বস্তুনিষ্ঠ সংবাদ লিখার চেষ্টা করবেন। সাংবাদিকরা সমাজের দর্পন , সেই দর্পণ হিসেবে বুড়িচংয়ে ভূমিকা রাখবেন।

বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার সভাপতি মো.মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন,সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক , সৈয়দ আহমেদ লাভলু, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো.সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, বুড়িচং সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য এম এ হান্নান রোকন,সাংবাদিক সমিতি কুমিল্লার সদস্য মো.সোহাইবুল ইসলাম সোহাগ, ব্রাহ্মনপাড়া সাংবাদিক সমিতির সভাপতি মো.ফারুক আহাম্মদ, সাধারণ সম্পাদক গাজী মো. রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান মনির,বুড়িচং সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য সৌরভ মাহমুদ হারুন, সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক মো.হাসান, অর্থ সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, বুড়িচং এয়ার ট্রাভেলসের সত্ত্বাধিকারী আজাদ সুজন, দৈনিক রূপসী বাংলার বিশেষ প্রতিনিধি প্রভাষক ইকবাল হোসেন, বাংলার আলোড়নের বুড়িচং প্রতিনিধি আবু জাফর ছাদেক প্রমুখ।