শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ১নং শুহিলপুর ইউনিয়নের শুহিলপুর পূর্বপাড়ার মুন্সী বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী মামুন মুন্সীর বোন নাজমা বেগম বাদী হয়ে শনিবার বিকেলে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান-শুক্রবার গভীর রাতে ১৮-২০ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত বিল্ডিংয়ের কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরে থাকা সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে বন্দি করে রাখে। পরে প্রায় এক ঘণ্টা তাণ্ডব চালিয়ে ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে শোকেস, আলমারি ভেঙে সবকিছু লুটে নেয়।