চান্দিনায় আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে ৩ হাফেজকে পাগড়ি প্রদান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা ।।

কুমিল্লার চান্দিনা আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে হিফজ সম্পন্ন করা ৩ জন হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান ও দোয়া অনুষ্ঠান হয়। শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়।

এতে আল আমিন এতিমখানা কমপ্লেক্স সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন – আল আমি ইসলামিয়া কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ সভাপতি শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।

এতিমখানা কমপ্লেক্স সুপার মো. দ্বীনুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জাকির হোসেইন। এসময় হাফেজ মো. ইশতেখার আহম্মেদ, মো. ওমর ফারুক ও মো. ফয়জুল্লাহ্ কে পাগড়ি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া, কাউন্সিলর আক্তার আহমেদ নাদিম, উপজেলা যুবলীগ নেতা আলহাজ্ব মনির খন্দকার, আওয়ামীলীগ নেতা বাহারুল ইসলাম, কামাল হোসেন, মো. মামুনুর রশিদ, আশিকুর রহমান, সিরাজুল ইসলাম, হাফেজ হুমায়ুন কবির, হাফেজ মাওলানা কামরুজ্জামান প্রমুখ।