দাউদকান্দিতে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে সাকিব আহম্মেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি উপজেলার হাসনাবাদ গ্রামের রিপন মিয়ার ছেলে।

শনিবার ভোরে নরসিংদীর পলাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব ১১’র কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। র‌্যাব জানায়, ওই ছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত সাকিব। এতে সাড়া না পেয়ে বিভিন্ন ধরনের হুমকিসহ অপহরণের ভয় দেখায়। 

পরে ২০ সেপ্টেম্বর সাকিব ও তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাস যোগে গাজীপুরের কোনাবাড়ী উপজেলার একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে সাকিব। পরে পরিবারের লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।