দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান সহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

কুমিল্লার নাঙ্গলকোটে কর্মরত সাংবাদিক বৃন্দ ও নাঙ্গলকোট সাংবাদিক সমিতির আয়োজনে দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি, ব্যবস্থাপনা সম্পাদক শাহজাদা এমরান ও চান্দিনা প্রতিনিধি মাসুদুর রহমান মাসুদের বিরুদ্ধে চান্দিনার সংসদ সদস্যের অনুসারী কতৃক কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে ৬ কোটি টাকার মানহানির মিথ্যা মামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে পৌর সদরের লোটাস চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি ও সাপ্তাহিক সময়ের দর্পণ পত্রিকার সম্পাদক এফ.এম শোয়ায়েব, সাধারন সম্পাদক ও সংবাদ প্রতিক্ষন সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক বারী উদ্দিন আহমেদ বাবর, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পী মজুমদার ইউনুস, নাঙ্গলকোট রিপোটার্স ইউনিটির সভাপতি রতন মজুমদার, সাধারন সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, প্রেস ক্লাব সদস্য, সোহরাব হোসেন, হুমায়ুন করির, আব্দুর রহিম বাবলু, নাঈম উদ্দিন, সাংবাদিক মহিবুল ইসলাম, সাইফুল ইসলাম, আজিম উল্লাহ হানিফ, আফজাল হোসাইন মিয়াজী, এরশাদ উল্লাহ সোহেল, দুলাল মিয়া, জামাল উদ্দিন, হুমায়ূন কবির, হেলাল উদ্দিন, খন্দকার বিলাল হোসেন, এইচ এম আজিজুল হক আজিজুল ইসলাম। বক্তারা অবিলম্বে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষনা দেন।